জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ভাড়া বৃদ্ধি না হওয়ায় ফেনীতে বাস-ট্রাকসহ সকল গণপরিবহন বন্ধ রেখেছে গণপরিবহন মালিক ও শ্রমিকরা। শুক্রবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল বাস টার্মিনালে দেখা যায়, কিছু কিছু পরিবহন চললেও দূরপাল্লার পণ্য পরিবহণ ও গণপরিবহণ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
যাত্রীদের দাবি, হঠাৎ পরিবহন বন্ধ থাকায় তারা নির্ধারিত কাজে যেতে পারছে না। এমন অমূলক সিদ্ধান্তের ফলে অনেকে কষ্ট পাচ্ছেন। গন্তব্যে পৌঁছাতে তারা ছোট ছোট গাড়ি ভাড়া করছেন।
বিডি প্রতিদিন/এএম