তেলের দাম বৃদ্ধিতে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার থেকে বগুড়ায় যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে দূরপাল্লার সকল রুটের বাস বন্ধ ছিল। অভ্যান্তরীণ রুটের সকল বাস চলাচল বন্ধ থাকায় অলস সময় কাটিয়ে দিয়েছে শ্রমিকরা।
শুক্রবার সকালে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, জ্বালানি তেলের যে অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে, তাতে বাস চালানো কঠিন হবে। লোকসান দিয়ে ব্যবসা করা সম্ভব না। তাই শুক্রবার সকাল থেকে মালিকরা বাস না চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা মালিক গ্রুপের কোন সিদ্ধান্ত না। বাস মালিকরা লোকসানের ভয়ে বাস চলাচল বন্ধ রেখেছে।
তিনি জানান, রাজশাহী বিভাগেও অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেখান থেকে ৫ নভেম্বর থেকে রাজশাহী বিভাগের সকল রুটে বাস, ট্রাক, চলাচল বন্ধ থাকবে।
শুক্রবার সকালে অনেকেই বাসস্ট্যান্ডে এসে ফিরে গেছে। কেউ বা বিভিন্ন উপায়ে অটো রিক্সা, সিএনজিযোগে গন্তব্যে পৌঁছেছে। সেখানেও ছিল অনেক দুর্ভোগ। ছিল ভাড়া বেশি। মালিক শ্রমিকরা বলছে, তেলের দাম বৃদ্ধি পেলেও ভাড়া বৃদ্ধি না করায় যাত্রীদের সাথে কথা কাটাকাটি হতে পারে বলেই সকল রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ