চাঁদপুরের বড়স্টেশন মোলহেডে মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এক লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ৯ যাত্রীর মধ্যে ৮ যাত্রী সাঁতার কেটে তীরে আসতে সক্ষম হলেও নাছিমা বেগম (৩৫) নামের একজন এখনও নিখোঁজ রয়েছেন।
এছাড়াও দুর্ঘটনায় চারজন আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ নাছিমা শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া গ্রামের সালেহ আহমদের স্ত্রী।
কোস্টগার্ডের ডুবুরি দল নাছিমা আক্তারকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। দুর্ঘটনার পর লঞ্চটি দ্রুত ঢাকার উদ্দেশ্যে চলে যায়। পরবর্তীতে নৌ-পুলিশ লঞ্চটিকে মোহনপুরে আটক করতে সক্ষম হয়। লঞ্চটিকে চাঁদপুরে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানায় বিআইডাব্লিউটি'র উপ-পরিচালক খায়রুল ইসলাম।
উল্লেখ্য, নিখোঁজ নাছিমা আক্তার তার আত্মীয়ের বৌভাত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ট্রলারযোগে শরীয়তপুর থেকে চাঁদপুরে আসছিল।
বিডি প্রতিদিন / অন্তরা কবির