বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়ন পরিষদে নৌকার চেয়ারম্যান প্রার্থীর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন হাতপাখা প্রতীকের প্রার্থী সোহাগ বাদশাহ। কিন্তু ঋণ খেলাপির কারণে তার প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বৃহস্পতিবার মনোনয়ন যাচাইবাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা জয়ন্ত কুমার অপু তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। সোহাগ বাদশাহ চরদুয়ানী ইউনিয়নে ইসলামী আন্দোলন চরমোনাই পীরের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ছিলেন।
জানা যায়, উপজেলার চরদুয়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুর রহমান জুয়েলের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন সোহাগ বাদশা। কিন্তু ঋণ খেলাপির অভিযোগে বৃহস্পতিবার তার প্রার্থিতা যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়। তবে প্রার্থিতা ফিরে পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আপিল করবেন বলে জানিয়েছেন সোহাগ বাদশা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও চরদুয়ানী ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, ঋণ খেলাপির কারণে সোহাগ বাদশাহর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এ ব্যাপারে তার আপিল করার সুযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই