“হাইব্রীড রাজাকার আলবদর তাড়াও, আওয়ামী লীগ বাঁচাও” স্লোগানকে সামনে রেখে শেরপুর শ্রীবরদী এলাকার রাণীশিমুল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সমাবেশ ও সাংবাদিক সম্মেলন করেছেন। আজ সন্ধ্যায় রাণীশিমুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ভায়াডাঙ্গা বাজারে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও সাংবাদিক সম্মেলন করা হয়।
এসময় ১৯৭১-এর স্বাধীনতা বিরোধী, দালাল, রাজাকার, আল-বদর ও তাদের সন্তানরা বাংলাদেশ আওয়ামী লীগ রাণীশিমুল ইউনিয়নে নেতৃত্ব দিচ্ছেন এমন অভিযোগ করা হয়। সাংবাদিক সন্মেলনে বলা হয় রাণী শিমুল ইউনিয়ন কমিটির ৬১ সদস্যের মধ্যে অন্তত ৫০জন রয়েছেন রাজাকার, আল বদর ও স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্য। ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে রাজাকার পরিবারের সদস্য বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধারা। এই বিতর্কিত কমিটির জন্য দায়ী করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুইপ আতিক ও সা. সম্পাদক এড. চন্দন কুমার পালকে।
সমাবেশে মুক্তিযোদ্ধা ছাড়াও সাধারণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। রাণীশিমুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হামিদ সাজ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, আব্দুর রশিদ দুদু,রাণীশিমুল ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলাইমান, সাধারন সম্পাদক জর্জ মিয়া, আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ আমান, সাবেক সাধারন সম্পাদক নিজাম উদ্দিন মিষ্টার, উপজেলা আ’লীগের সাবেক সদস্য আবু জাফর প্রমূখ। সমাবেশ শেষে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ওই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচি শেষ হওয়ার সাথে সাথে স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠন বাজারে মুক্তিযোদ্ধাদের ওই বক্তব্যকে বিতর্কিত আখ্যা দিয়ে বিক্ষোভ করে। বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এম এ মোনায়েম ও অন্যান্যরা।
এই প্রসঙ্গে রাণী শিমুল ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ বলেছেন, কজন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা রয়েছেন যারা বারবার নৌকার বিরুদ্ধে অবস্থান নেন। সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আবুল তাবুল বকছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়েই কমিটি হয়েছে সাত বছর। তারা একদিনও অভিযোগ করেনি। নির্বাচনে নৌকা পেতে ওখানের আওয়ামী লীগকে বিতর্কিত করার চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/হিমেল