জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় দিনাজপুরেও বাস চলাচল বন্ধ রয়েছে। চলছে না ট্রাক ও ট্যাংকলরি। তবে শুক্রবার সকালের দিকে ২/১টি বাস চললেও পড়ে আর দেখা যায়নি। গণপরিবহন না চলায় যাত্রীরা চরম বিপাকে পড়েন। অনেকে জরুরি প্রয়োজনে বের হয়ে সড়কে এসে দাঁড়িয়ে থাকেন। যদিও কেউ কেউ বিকল্প পথে ভেঙ্গে ভেঙ্গে যাওয়ার প্রস্তুতি নেন।
এদিকে, দিনাজপুর বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকায় স্ট্যান্ডে এসে ফিরে গেছে যাত্রীরা।
পরিবহন ধর্মঘটের কারণে দিনাজপুরের হিলি থেকে সকল রুটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকে। বাস বন্ধের কারণে গন্তব্য পৌঁছাতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে বিকল্প যানবাহনে বাড়তি ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন অনেকে।
বাস বন্ধ থাকায় হালকা যানের গাড়ীগুলোর পোয়াবারো হয়েছে। তারা ইচ্ছে মতো ভাড়ায় এক উপজেলা থেকে অন্য উপজেলা যাত্রীদের নিয়ে যায়। জরুরি প্রয়োজনে ওইসব যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। তাই মহাসড়কে দাপিয়ে চলেছে অটো টেম্পুসহ হালকা যানের গাড়ীগুলো।
দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় দিনাজপুরেও বাস চলাচল বন্ধ রয়েছে। চলছে না ট্রাক ও ট্যাংকলরিও।
বিডি প্রতিদিন/এএ