রাজশাহীতে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রামপাড়া গ্রামে এই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আসামির সহযোগীরা দুই পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করার পর ওই গ্রামে অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এরপর তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
হামলার ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান আহত হয়েছেন।
এ ঘটনায় সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বলেন, শুক্রবার বিকালে গোদাগাড়ী থানার তিন পুলিশ সদস্য আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে উপজেলার রামপাড়া গ্রামে যান। তারা আসামিকে গ্রেফতারের পর মোটরসাইকেলেও তুলে নেন। এ সময় ১০-১২ জন ব্যক্তি অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেন। এরপর এসআই মনিরুল ও এএসআই মাসুদুরকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ দুইজনকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে ছিনিয়ে নেওয়া আসামিকে আর খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে তাকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন