ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। শুক্রবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। শফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নবীনগরে টাকার বিনিময়ে পদ বিক্রি করে বিএনপিকে ধ্বংস করার পাঁয়তারা করছে একটি মহল। তৃণমূল নেতাদের দাবি ছিল উপজেলার বাইরে অবস্থানকারী কেউ যেন কমিটিতে স্থান না পায়। অথচ কমিটির ৩১ জনের মধ্যে ২৬ জনই রাজধানী ঢাকায় অবস্থান করছে। দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে ভাড়া করে জাতীয় পার্টির লোক দিয়ে সদস্য বানানো হয়েছে।
যারা দীর্ঘদিন যাবৎ দলের কোনো কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন না, দুঃসময়ে বিএনপির পাশে ছিলেন না। তাদের নেতা বানানো হয়েছে। দলের বহিষ্কৃত নেতাদের পদ দিয়ে সদস্য বানানো হয়েছে। কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব তারা দুজনেই ঢাকাস্থ বাসিন্দা। অতি দ্রুত এই কমিটি বাতিল করা না হলে উপজেলার ২১টি ইউনিয়নের বিএনপি, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে গণপদত্যাগ করা হবে। দাবি মানা না হলে আন্দোলন গড়ে তুলবেন বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফুরকানুল ইসলাম ফুরকান, প্রফেসর সিরাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র মাঈনুদ্দিন মাঈনু, জিয়াউল হক মুকুল, মফিজুল ইসলাম মুকুল ও আমজাদ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই