ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালীতে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আলোকবালী উত্তর পাড়ায় পুনরায় সংঘর্ষে লিপ্ত হয় দুই ইউপি মেম্বার প্রতিদন্দ্বি প্রার্থীর সমর্থকরা।
এদিকে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহত হওয়ার ঘটনার একদিন পেরিয়ে গেলেও থানায় কোন মামলা দায়ের হয়নি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ । চরাঞ্চলগুলোতে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ থাকলেও এসব উদ্ধার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। এমনকি হত্যাকান্ডে ব্যাবহৃত অস্ত্র ও গোলাবারুধ উদ্ধার হয়নি।
এদিকে ৪টি হত্যাকান্ডের পর এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। গ্রামজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মেঘনা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়। এবং গুলিবিদ্ধসহ ৩০ জন আহতের জের ধরে শুক্রবার বিকেলে পুনরায় সংঘর্ষ বাধে। বিকেল সাড়ে ৪টার দিকে আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সমর্থক ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার প্রার্থী মামুন সমর্থক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুল্লাহর সমর্থক ইউপি মেম্বার প্রার্থী সাথে জব্বর মিয়া সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ২ জন আহত হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, হত্যাকান্ডের ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলা দায়ের করেনি । এলাকার সার্বিব পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ