নোয়াখালীতে সুশাসনের জন্য নাগরিক-সুজনের আয়োজনে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক’ এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
সুজন এর জেলা সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মহিউদ্দিন চৌধুরী বাহার, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল কাইয়ুম মাসুদ, আকবর হোসেন সোহাগ, জামাল হোসেন বিষাদ, পার্টিসিপেটরি রিচার্স এ্যাকশন নেটওয়ার্ক (প্রান) প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ, এসো গড়ি উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী আবদুল আউয়াল, নারী নেত্রী নুর জাহান রিনি প্রমুখ।
নাগরিক সংলাপে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি- বেসরকারি কর্মকর্তা, আইনজীবী, গণমাধ্যমকর্মী, শিক্ষক, উন্নয়নকর্মীসহ নানা শ্রেণী-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ