ঠাকুরগাঁও শহরের রোড বাজারের পাশে খালপারা এলাকায় নুর বাণু (২০) নামে এক নারীকে অপবাদ দিয়ে শারীরিক নির্যাতনের পর চুল কেটে দেওয়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় খালপারা এলাকার নিজ বাসা থেকে আটক হন অভিযুক্ত আলম (৫২)। নির্যাতিত কিশোরী ওই এলাকার মৃত ইউসুব আলীর মেয়ে।
নির্যাতনের শিকার নুর বাণু জানান, গত শনিবার রাতে আলমসহ আরও সাতজন নারী-পুরুষ মিলে আমাকে তাদের বাসায় ডেকে নেয়। এরপরে আমাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। একপর্যায়ে মাথার সব চুল কেটে দেয় অভিযুক্তরা। আমি কান্না করে বার বার ছেড়ে দেওয়ার আকুতি জানালেও কেউ কথা শোনেনি।
নুর বাণুর মা বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকে মা-মেয়ে শহরের বিভিন্ন বাসায় কাজ করে কোনোরকম দিনযাপন করছি। সময়-অসময়ে স্থানীয় বখাটেরা বিভিন্ন অপবাদ দেয় আমাদের। আমার মেয়ের ওপর যে নির্যাতন করা হয়েছে, আমি সেটার সঠিক বিচার চাই।
নুর বাণু এই বর্বরতার বিচার চেয়ে বলেন, আমি কোনো দোষ করিনি। আমাকে অযথা ধরে নিয়ে গিয়ে এভাবে মারধর করলো। আমার কাপড় ছিঁড়ে চুল কেটে দিল। আমি এর বিচার চাই।
বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছে এলাকাবাসী। এলাকার বাসিন্দা সালাম জানান, মেয়েটির বাবা নেই। মা-মেয়ে কাজ করে খায়। এভাবে মেয়েটিকে বিবস্ত্র করে নির্যাতন করা ঠিক হয়নি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, বিষয়টি জানার পরেই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থলে একজনকে পাওয়া গেলেও বাকিরা পালিয়ে গেছে। এই বিষয়ে মেয়ের মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
বিডি প্রতিদিন/এমআই