সুনামগঞ্জের দিরাইয়ের রুহেদ হত্যা মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার মধ্যরাতে সিলেটের মদীনা মার্কেট এলাকা তাকে গ্রেফতার করা হয়। রাত ৩ টায় প্রদীপকে দিরাই থানায় হহস্তান্তর করে র্যাব।
পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর দিরাই উপজেলার উদির হাওর জলমহালের দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রুহেদ নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হন। এ ঘটনার পাঁচ দিন পর নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। দিরাই থানায় করা ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৭৩ জনকে আসামি করা হয়।
২২ অক্টোবর রাতে দিরাই থানায় মামলাটি করেন নিহত রুহেদ মিয়ার ভাই সুহেদ মিয়া।
দিরাই থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, হত্যা মামলার আসামি প্রদীপ রায়কে আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ জানুয়ারিতে উপজেলার জারলিয়া জলমহালের দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায়ও প্রদীপ রায় প্রধান আসামি ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন