ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনায় সংবাদ সম্মেলন করেছে বর্তমান লক্ষীগঞ্জ ইউপির চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম শফিকুল কাদের সুজা। লক্ষীগঞ্জ ইউনিয়নে এবারও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তিনি। আগামী ১১ নভেম্বর এই ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।
শফিকুল কাদের সুজা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ থেকে সম্প্রতি সাময়িক বহিষ্কৃত হওয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম বজলুল কাদের শাহজাহানের ছেলে।
সুষ্ঠু নির্বাচনের দাবিতে ও কর্মী-সমর্থকদের ওপর হামলা, নির্যাতন এবং হেনস্তার প্রতিবাদে তিনি সোমবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন প্রতিনিয়ত তার কর্মীদের ওপর হামলা করছে। এতে কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহত কমল খানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। লক্ষীগঞ্জ বাজারে তার নির্বাচনী অফিসও ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া তার কর্মী-সমর্থকদের কেন্দ্রে না যাওয়ার জন্য সাধারণ ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। বর্তমানে ইউনিয়নের কোথাও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান নেই বলে অভিযোগ তার। তাই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং অধিক ঝুঁকিপুর্ণ বিরামপুর, বেলাটী, হাসামপুর, লক্ষীগঞ্জ ও বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে অধিক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার জন্য নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানান তিনি।
উল্লেখ্য, ইউনিয়নটিতে নৌকা প্রতীক নিয়ে মো. আজহারুল হক তুহিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৩৯৮ জন।
বিডি প্রতিদিন/এমআই