বাংলাবান্ধা থেকে সরাসরি রংপুর রুটে নতুন বাস সার্ভিস শুরু হয়েছে। সোমবার সাড়ে ১১টায় পঞ্চগড় করতোয়া ফিলিং স্টেশনের সামনে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়-নীলফামারী-রংপুর রুটে বাংলাবান্ধা এক্সপ্রেস নামে এই বিলাস বহুল বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত সম্রাট ফিতা কেটে এই বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন। এমসময় পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ মালিক ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা থেকে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং অফিসিয়াল নানা কাজে কর্মে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন রংপুর যাতায়াত করে। সেবা প্রত্যাশী এসব মানুষের সুবিধার্থে পঞ্চগড়, নীলফামারী ও রংপুর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই বাস সার্ভিস চালু করেন।
পঞ্চগড় জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, 'রংপুর-বাংলাবান্ধা থেকে রংপুরগামী বাংলাবান্ধা এক্সপ্রেস বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীদের হয়রানি ও দুর্ভোগ লাঘব হলো। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। আধা ঘণ্টা পর পর ১০টি বাস রংপুর যাবে এবং ১০টি বাস রংপুর থেকে বাংলাবান্ধা আসবে। বাংলাবান্ধা থেকে সাড়ে তিন ঘণ্টায় ১২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাসটি রংপুরে গিয়ে পৌছাবে। জনপ্রতি ২০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে বলেও তারা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন