চুয়াডাঙ্গায় বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তন্ময় হত্যার ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে নিহতের ভাই মো. আলিহীম মাসুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় সাতজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সুমন নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করছে। নিহতের পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।
আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন আলী জানান, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিদ্যালয়ের পক্ষে মঙ্গলবার মানববন্ধন আহ্বান করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’
বিদ্যালয়ের সভাপতি শহিদুল কদর জোয়ার্দ্দার জানান, ‘বিদ্যালয় প্রাঙ্গণে এসে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ন্যক্কারজনক। আমরা ঘটনার পর হতবাক হয়েছি।’
নিহতের ভাই মামলার বাদী মো. আলিহীম মাসুদ বলেন, ‘আমি সাতজনের নামসহ ৯/১০ জনের নামে মামলা করেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা ন্যায় বিচার চাই।’
নিহতের বাবা আব্দুল মজিদ বলেন, ‘আমি আমার ছেলে হত্যার বিচার চাই। সে বিচার আমি যেন দেখে যেতে পারি।’
চুয়াডাঙ্গা সদর ওসি মোহাম্মদ মোহসীন জানান, তন্ময় হত্যার পর থেকেই মাঠে আছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনসহ আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশের একাধিক টিম। প্রাথমিক তদন্তে পূর্ব বিরোধের তথ্য পাওয়া যাচ্ছে। আরও তদন্ত করলে প্রকৃত কারণ বলা যাবে।
প্রসঙ্গত, এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তন্ময় ওরফে তপুকে রবিবার দুপুরে প্রকাশ্যে বিদ্যালয় প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে এসে হত্যার শিকার হয় সে।
বিডি প্রতিদিন/এমআই