টাঙ্গাইলের সখীপুরে ঐন্দ্রিলা কর্মকার (১৪) নামের এক স্কুলছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। রবিবার রাতে পৌরসভার ৭ নং ওয়ার্ডের কালিদাস সড়কের পল্টন পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঐন্দ্রিলা ওই এলাকার ডা. গোপাল কর্মকারের মেয়ে এবং সখীপুর পিএম পাইলট গভ. স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ওই ছাত্রীর বাবা তার মেয়েকে শ্রেণিকক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কলেজ ভবনের তিনতলার বারান্দায় একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির একটি ছেলের সঙ্গে আলাপরত অবস্থায় দেখতে পান। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানালে তারা উভয় পক্ষের লোকজন ডেকে এনে দুই শিক্ষার্থীকেই সর্তক করে দেন। পরে রবিবার রাতে ঐন্দ্রিলা নিজ বাড়িতে আত্মহত্যার উদ্দেশ্যে ফাঁসি দেয়। এসময় পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এস.আই) মেহেদী হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ