রাজশাহী রেলওয়ে স্টেশনে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়েকে যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তুলছেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়েতে দুইটি অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট যোগ হলো।
মেয়র আরও বলেন, নতুন যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভ কোচ সংগ্রহ করছে সরকার। যমুনা সেতুতে যাতায়াতের জন্য আলাদা রেল লাইন স্থাপন করা হচ্ছে। রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত যাতায়াতে রেললাইন স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের নানামুখী উদ্যোগের ফলে এসব উন্নয়ন সম্ভব হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ। বক্তব্য দেন চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কুদরত ই খুদা, চীফ অপারেটিভ সুপারিনটেনডেন্ট শহীদুল ইসলাম, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পাকশি) মমতাজুল ইসলাম, বিভাগীয় রেল ব্যবস্থাপক (পাকশী) শাহীদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন