ময়মনসিংহের ফুলপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জানা যায়, আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩২১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু প্রমুখ।
বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, সরকার সঠিক সময়ে বীজ ও সার আপনাদের হাতে তুলে দিয়েছে। আপনারা যত্নের সাথে চাষ করে আমাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা করুন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির