পটুয়াখালীর কলাপাড়ায় নাঈম (১৩) নামের এক কিশোরকে টাকা চুরির অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন করেছে তার চাচা ও চাচিসহ আত্মীয়-স্বজনরা। এ ঘটনাটি ঘটেছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে। পরে এ নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ এ ঘটনায় গতকাল সোমবার রাতে বাশার নামে একজনকে আটক করেছে।
নাঈম এলেমপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। নাঈমের মা একজন মানসিক ভারসাম্যহীন এবং বাবা অসুস্থ। নাঈম ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী। পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর নিষ্ঠুর নির্যাতন চলানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, নাঈমের পিতা বাদি হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির