দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতার দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ভালুকা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সচেতন নাগরিক সমাজ ভালুকার’ আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ খাঁন, ভালুকা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমান নন্দি মানিক, সাংবাদিক ও সমাজকর্মী আলমগীর হোসেন, শিক্ষক ও সমাজকর্মী শফিকুল ইসলাম খান, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, ব্যাবসায়ী ও সমাজকর্মী জহিরুল হক, ব্যাবসায়ী আক্তাররুজ্জামান প্রিন্স, সাংবাদিক কামরুল আরেফিন, আরিফুল হক পলাশ, মিজানুর রহমান মজুন, স্বেচ্ছাসেবী আলম মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদুল ইমরান অমি, সুুজত মিত্র, নাঈম পাঠান, স্বেচ্ছাসেবী আফজাল খাঁন এজাস, সেলিম মিয়া, উদয় মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করেন।
বিডি প্রতিদিন/এএ