কেন্দ্র দখল ও জোর পূর্বক ব্যালটে সিল মারার মধ্য দিয়ে শুরু হয়েছে ফেনীর ফুলগাজীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন। আজ সকাল সাড়ে নয়টায় আমজাদ হাট ইউনিয়নের মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেমকে নৌকার বহিরাগত সমর্থকরা প্রচুর মারধর করেছেন বলে অভিযোগ করেছেন।
এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। সকাল ৮টার দিকে আমজাদ হাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মশাল প্রতীকের জাসদের প্রার্থী মো. সুরুজ্জামান বলেন, বহিরাগতরা ভোটকেন্দ্রের আশেপাশে অবস্থান করেছেন। তারা কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন। আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছেন। বহিরাগত চোর-ডাকাতরা কেন্দ্র দখল করে নিয়েছেন।
সকাল ৮টা ১৫ মিনিটের দিকে কেন্দ্রে গিয়ে বুথগুলোতে মো. সুরুজ্জামানের কোন এজেন্টের দেখা মেলেনি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় তার এজেন্ট কেন্দ্রে প্রবেশ করানো হয়।
এ বিষয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মীর হোসেন মীরু বলেন, আমার কোন বহিরাগত সন্ত্রাসী নেই। কেন্দ্রে ভোটাররাই গেছেন বহিরাগত কেউ যায়নি।
দরবারপুর ইউপির জাসদের চেয়ারম্যান প্রার্থী দুলাল বৈদ্য বলেন, আমার এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভোটের আগের রাত থেকেই ভোট কেন্দ্রগুলোর আশেপাশের বাড়িতে বহিরাগত সন্ত্রাসীরা অবস্থান করছেন।
এ ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী নিজাম উদ্দিন মজুমদার বলেন, ভোট সুন্দরভাবে হচ্ছে। বহিরাগত দিয়ে কেন্দ্র দখলের অভিযোগ ভিত্তিহীন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ফেনীর ফুলগাজীর ৬টি ইউপির নির্বাচন চলছে। বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনে শুধু সদর ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। এছাড়া বাকিগুলোতে ব্যালেটের মাধ্যমে ভোট দেবেন ভোটাররা।
বিডি প্রতিদিন/হিমেল