ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৯ নং ধারা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্দ্র কেন্দ্র ঘুরে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। উৎসবের আমেজে ভোট দিচ্ছেন ভোটাররা। দুপুরেও হালুয়াঘাটের টিকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা গেছে।
ধারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোট ৫ জন। নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব। ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন মিজানুর রহমান, তিনি বিএনপি সমর্থক। এছাড়া মোটরসাইকেল প্রতীকে নূরে আলম খান সোহাগ, আনারস প্রতীকে তালুকদার ফয়জুর রহমান, গোলাপফুল প্রতীকে তোফাজ্জল হোসেন এবং চশমা প্রতীকে মো. কামরুজ্জামান খান নির্বাচন করছেন।
ধারা ইউনিয়নের দড়ি নগুয়া গ্রামের মিজান ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বহু দিন পর ভোট দিবার পাইয়া ঈদের আনন্দ লাগতাছে।’
বিডি প্রতিদিন/ফারজানা