নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে রবিবার সকালে নীলফামারী ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রক্ষিণ শেষে বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী ডায়াবেটিক নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আনোয়ারা খাতুন, ডায়াবেটিক হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. আনোয়ারুল করিম, জেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা রোজিনা আক্তার, চিকিৎসা কর্মকর্তা মোবাশশিরা ইলাম, সমিতির নির্বাহী সদস্য লায়লা আনজুমানারা প্রমুখ। পরে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা কাজী আবু ইমাম জানান, দিবসটি উপলক্ষে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত বিনামূল্যে ৮৯০ জনের ডায়াবেটিস পরীক্ষার পর শনাক্ত ১৯৭ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল