বাগেরহাটে শনিবার দুপুরে বিএনপি’র সভায় হামলা ও দলীয় অফিসসহ গাড়ি ভাংচুরের ঘটনায় বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়াসহ ১৪ জন দলীয় নেতাকর্মীর নামে মামলা করেছেন জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম।
রবিবার দুপুরে বাগেরহাট মডেল থানায় দায়েরকৃত মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম গ্রুপের হাফিজ খান ও রিপন তালুকদার নামের এজাহার ভুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় দলীয় প্রতিপক্ষ সাবেক জেলা সভাপতি এম এ সালাম গ্রুপের নেতাকর্মীরা হামলা করে। হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহতসহ দলীয় অফিসে ও বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলামের গাড়ি ভাংচুর চালায়। তখন বিএনপির কার্যালয় থেকে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম গোড়া, অহিদুল ইসলাম পল্টু, মোল্লা ইসহাক আলীসহ ২৮ নেতাকর্মীকে হেফাজতে নেয় বাগেরহাট মডেল থানা পুলিশ। রাতে বিএনপির ২৬ নেতাকর্মী ছেড়ে দেয়। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম গ্রুপের হাফিজ খান ও রিপন তালুকদারকে জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর, হট্টগোল ও হামলার ঘটনায় সংঘর্ষ এড়াতে ২৮ নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরবর্তীতে শনিবার রাতে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশ হেফাজতে নেয়া ২৮ জনের মধ্যে মামলায় এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।
জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম জানান, বাগেরহাটের বিভিন্ন উপজেলা বিএনপির কমিটি পুনর্গঠনের জন্য জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করায় দলীয় প্রতিপক্ষ সাবেক জেলা সভাপতি এম এ সালাম গ্রুপের বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভুঁইয়ার নেতৃত্বে হামলা ও দলীয় অফিসসহ গাড়ি ভাংচুর করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন