২৯ নভেম্বর, ২০২১ ১৬:২৩

দিনাজপুরে নৌকার ভরাডুবি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে নৌকার ভরাডুবি

তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দিনাজপুরের তিন উপজেলার ২৩ ইউনিয়নের মধ্যে ১৬টিতে ভরাডুবি হয়েছে নৌকার। এর মধ্যে নবাবগঞ্জ উপজেলার ৯টির মধ্যে ৮টিতে, বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নের ৪টি ও ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৪টিতে নৌকার প্রার্থীরা হেরেছেন। এসব ইউনিয়নে ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ৬টি স্বতন্ত্র বিএনপির ও ৬টিতে অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রবিবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়। 

বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে স্বতন্ত্র বিএনপির আবুল কালাম আজাদ (আনারস), কাটলা ইউনিয়নে আওয়ামী লীগের ইউনুস আলী (নৌকা), খানপুর ইউনিয়নে আওয়ামী লীগের শ্রী চিত্তরঞ্জন পাহান (নৌকা), দিওড় ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল মালেক মন্ডল (আনারস), বিনাইল ইউনিয়নের স্বতন্ত্র বিএনপির হুমায়ুন কবির বাদশা (আনারস), জোতবানী ইউনিয়নে স্বতন্ত্র বিএনপির আব্দুর রাজ্জাক (ঘোড়া), পলিপ্রয়াগপুর ইউনিয়নে আওয়ামী লীগের রহমত আলী (নৌকা)।

নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে স্বতন্ত্র বিএনপির মো. ওবায়দুর রহমান (আনারস), বিনোদনগর ইউনিয়নে স্বতন্ত্র বিএনপির মো. নজরুল ইসলাম (মোটরসাইকেল), গোলাপগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র মো. রাশেদুল কবীর (মোটরসাইকেল), শালখুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী মো. তারা মিয়া (আনারস), পুটিমারা ইউনিয়নে স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী মো. আনিছুর রহমান (আনারস), ভাদুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. বাবুল আহসানুল কবির(নৌকা), দাউদপুর ইউনিয়নে স্বতন্ত্র মো. আহসান হাবিব (মোটরসাইকেল), মাহমুদপুর ইউনিয়নে স্বতন্ত্র হাছান মো. সালাহ উদ্দিন (মোটরসাইকেল) ও কুশদহ ইউনিয়নে সতন্ত্র আনোয়ারুল আজিম (আনারস)। 

ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে স্বতন্ত্র বিএনপির প্রার্থী মাওলানা মো. নবীউল ইসলাম (আনারস), আলাদীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. নাসমুস সাকির বাবলু (চশমা), কাজিহাল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো. মানিক রতন (নৌকা), বেতদিঘী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দস (নৌকা), খয়েরবাড়ী ইউনিয়নে, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. এনামুল হক (নৌকা), দৌলতপুর ইউনিয়নে স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম (ঘোড়া), শিবনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ছামেদুল ইসলাম (মোটরসাইকেল)।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর