"মুজিববর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা" এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছান আকন্দ।
জেলা সমাজসেবা উপ পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবর রহমান।
পরে বিভিন্ন রোগে আক্রান্ত চিকিৎসার জন্য জেলার ৮৭ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৪৩ লাখ ৫০ হাজার টাকার চেক দেয়া হয়। এছাড়া আরো ২০ জন অসহায়-দুস্থদের ১ লাখ ৫০ হাজার টাকার চেক দেন জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/এএ