‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এ শ্লোগানকে ধারণ করে শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ওই শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। পরে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, জেলা সমাজ সেবার উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে জেলার ৪ জনকে সমাজসেবা পুরস্কার, ১৪ জনকে ২ লাখ ৭০ হাজার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ এবং ২ জন প্রতিবন্ধীকে ২টি হুইল চেয়ার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ