ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুটওভার ব্রিজের দাবিতে গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের কলেজের শিক্ষার্থীরা ।
রবিবার দুপুরে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে এ মানববন্ধন ও সড়ক অবরোধ করে কয়েক শতাধিক শিক্ষার্থী।
ওই কর্মসূচিতে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ, মৌচাক আইডিয়াল, শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজ, কোনাবাড়ি ডিগ্রি কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ কয়েক শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করে।
মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলে, ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিমাসেই এখানে ঘটছে দুর্ঘটনা। মহাসড়কের দু'পাশেই রয়েছে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা স্কুলে যায়। শিক্ষার্থীরা মহাসড়ক পার হতে গিয়ে মাঝে মধ্যে শিকার হয় দুর্ঘটনায়। এ জন্য দ্রুত সময়ের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন বলেন, ফুটওভার ব্রীজের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় মানববন্ধন করে। পরে মহাসড়কে অবস্থান নিলে হাইওয়ে পুলিশ, প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয়া হয়।
বিডি প্রতিদিন/এএ