সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে হামলা ও নেতাকর্মীদের মারপিটের অভিযোগ এনে আওয়ামী লীগের ১৭৩ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বিএনপির কর্মী নাসির উদ্দিন। মামলার শুনানি শেষে বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন আদেশের জন্য রেখেছেন।
বিএনপিরকর্মী নাসির উদ্দিনের আইনজীবী এ্যাডভোকেট নাজমুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুব জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদসহ ১৭৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ