আসন্ন ৬ষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী লীগের পছন্দের ১০ প্রার্থীকে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে তাদের নাম ঘোষণা করেন।
তারা হলেন ১ নং ছনধরা ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান প্রভাষক আবুল কালাম আজাদ। ২ নং রামভদ্রপুর ইউনিয়নে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকির বাবা বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন দুদু, ৩ নং ভাইটকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ, ৪ নং সিংহেশ্বর ইউনিয়নে শাহা আলী, ৫ নং ফুলপুর সদর ইউনিয়নে নতুন মুখ আবুল কাশেম, ৬ নং পয়ারী ইউনিয়নে এনামুল কবির, ৭ নং রহিমগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবু ছাইদ সরকার, ৮ নং রূপসী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শাহ কুতুব চৌধুরীর বড়ভাই শাহ্ সুলতান চৌধুরী, ৯ নং বালিয়া ইউনিয়নে নতুন মুখ দেলোআর মোজাহীদ ও ১০ নং বওলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এড. হারুন অর রশীদ।
বিডি প্রতিদিন/এএ