মৌলভীবাজারের রাজনগর উপজেলায় যুবলীগ নেতা মনিন্দ্র ঘোষের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। এমনকি কুবঝাঁড় সেচ প্রকল্পের ক্যানেল থেকে মাটিও কাটছেন ওই নেতা। সরকারি জায়গা দখলের পরও নীরব ভূমিকায় সংশ্লিষ্টরা। মনিন্দ্র ঘোষ রাজনগর উপজেলা যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
জানা যায়, যুবলীগ নেতা মনিন্দ্র দীর্ঘ দিন ধরে তার বাড়ির সামনে রাজনগর উপজেলার কুবঝাঁড় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ১৫ শতক জায়গা দখল করে পাশে থাকা সেচ প্রকল্পের ক্যানেল থেকে মাটি কেটে ভিটে ভরাট করছেন। এলাকাবাসী ক্যানেল থেকে মাটি কাটার সময় বাঁধা দিলে মনিন্দ্র ক্ষিপ্ত হয়ে বলেন, আমি সরকার দলের লোক, সরকারি জায়গা আমি দখল করবো নাতো কে করবে।
সরেজমিনে উপজেলার কুবঝাঁড় গ্রামে গিয়ে দেখা যায়, মনিন্দ্র পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ক্যানেলের ভেতর থেকে মাটি কেটে ভিটে ভরাট করে সেমি পাকা ঘড় তৈরি করছেন। ক্যানেল থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে ক্যানেলটি সংকীর্ণ হয়ে ধ্বসে পড়ছে পাড়। হারিয়ে যাচ্ছে পানি নিষ্কাসনের ধারণ ক্ষমতা। ক্যানেলের পাশে থাকা বিদ্যুতের খুঁটির নিচ থেকে মাটি কাটায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে কুটি।
ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মনিন্দ্র রাজনৈতিক প্রভাব কাটিয়ে এলাকায় সরকারি বহু জায়গা দখল করেছে। এছাড়াও তিনি যেখানে নতুন ঘর বানিয়েছেন সে জায়গাও সরকারি। কয়েক বছর ধরে ক্যানেল থেকে মাটি কেটে ওই ভিটা ভরাট করছেন।
যুবলীগ নেতা মনিন্দ্র ঘোষ জায়গা দখল ও মাটি কাটার কথা স্বীকার করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের অফিস থেকে লোক এসে বাঁধা দিলে মাটি কাটা বন্ধ রাখি। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অবগত রয়েছেন।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া বলেন, মনিন্দ্র ঘোষ পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল ও ক্যানেল থেকে মাটি কাটছেন শুনে সরেজমিন গিয়ে তাকে মাটি কাঁটা থেকে বিরত করেছি। যে ঘর তৈরি করছেন তা সরিয়ে সরকারি জায়গা উন্মুক্ত করার জন্য বলা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর