শরীয়তপুরের নড়িয়া উপজেলার চান্দনি গুচ্ছগ্রাম এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল বোমা বিস্ফোরণে ৩ শিশু আহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুর ১টার দিকে ঝাপসা ইউনিয়নের মাইসপারা গুচ্ছগ্রাম নামক স্থানে ঝাঁকার নিচে লাল কস্টেপ পেঁচানো ককটেলকে বল মনে করে খেলা করার সময়ে মাটিতে বিস্ফোরণ ঘটে। এতে অয়েন হাওলাদার (৮), রনি (৮) ও সায়িম বেপারি (৯) নামে তিন শিশু আহত হয়।
তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর