“মুজিব বর্ষের সফলতা, ঘরেই বসেই পাবেন সকল ভাতা” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।
দিবসটি উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে কর্মক্ষেত্রে অবদান রাখায় সমাজসেবা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ও চিকিৎসার সহায়তা হিসেবে ১২৫ জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, সদর হাসপাতালের আরএমও ডা: আমীরুল হক শামীম ও সহকারী পরিচালক নইম জাহাঙ্গীরসহ বিভিন্ন উপজেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন