২৮ জানুয়ারি, ২০২২ ১৯:৫২

সখীপুরে শিল্পী-কবি-লেখক-সংস্কৃতিকর্মী সম্মেলন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে শিল্পী-কবি-লেখক-সংস্কৃতিকর্মী সম্মেলন

টাঙ্গাইলের সখীপুরে শিল্পী-কবি-লেখক-সংস্কমতিকর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার চাঁদের হাট মিলনায়তনের সেমিনার কক্ষে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যা গবেষক ও প্রফেসর আলীম মাহমুদ। 

দিনব্যাপী এ সম্মেলনে আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতে মুখরিত হয় চাঁদের হাট মিলনায়তন। সখীপুরসহ  অন্যান উপজেলার শতাধিক শিল্পী, কবি, লেখকরা এতে অংশ নেয়। আলোচনায় অংশ নেন কবি ও অধ্যক্ষ সাঈদ আজাদ, কবি মুসলিমা খাতুন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, কবি ও প্রভাষক আযাদ কামাল, কবি ও সাংবাদিক শাকিল আনোয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, নাট্যজন আলী হাসান, আবৃত্তি শিল্পী ও অধ্যাপক বাবুল আকতার, কন্ঠ শিল্পী এম.এ হাশেম, সাহিত্যিক নূর মোহাম্মদ সিরাজী, সাহিত্যিক মো. আলীম মাহমুদ, কবি ও শিক্ষক আনোয়ার কবির, কবি ও প্রভাষক শরীফুল ইসলাম হান্নান, সাংবাদিক ও সংস্কৃতিককর্মী প্রভাষক মোজাম্মেল হক সজল। এ সময় সঙ্গীত পরিবেশন করেন রেডিও টেলিভিশনের কণ্ঠশিল্পী রাখাল রফিক, আব্দুল হাই, ঝুমুর সিদ্দিকী, দয়াল শফী, রুবেল রহমান, লালন সিদ্দিকী। এছাড়া আবৃত্তি করেন কবি বজলুর রহমান, হারুন মাহমুদ, অন্যান অপরাহৃ, কবি শাহাদাৎ হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর