চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম মুন্না ও ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাদিকুল ইসলামসহ ২৫ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
জমি দখল ও প্রাচীর ভাঙার অভিযোগে দায়ের করা মামলায় চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর আমলী আদালতের বিচারক হুমায়ন কবির উপরোক্ত আদেশ প্রদান করেন।
এদিকে রহনপুর পৌর মেয়রসহ ২৫জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা আখ্যায়িত করে তা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে আজ সোমবার বিকেলে রহনপুর পৌরবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, রহনপুর পৌরসভার সচিব খাইরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল মুকিত, নারী কাউন্সিলর জাহানারা পারভিন প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন