দিনাজপুর জেলায় ধান চালের অবৈধ মজুত রোধকল্পে ভ্রাম্যমাণ অভিযান ও মনিটরিং জোরদারকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ধান চাল অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের খাদ্য মন্ত্রনালয়ের নির্দেশ বাস্তবায়নে দিনাজপুর জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আজ মঙ্গলবার থেকে মাঠে কাজ শুরু করবে।
সোমবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত দিনাজপুর জেলায় ধান চালের অবৈধ মজুতরোধ কল্পে ভ্রাম্যমান অভিযান ও মনিটরিং জোরদারকরন সভায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এ তথ্য জানান।
সভায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, কোন কারন ছাড়াই চালের দাম বাড়ানো হয়। পর্যাপ্ত ধান চাল থাকার পর অসৎ ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত সিন্ডিকেটের মাধ্যমে অধিক মুনাফার আশায় চালের দাম বৃদ্বি করে। সরকারের খাদ্য মন্ত্রনালয়ের নির্দেশক্রমে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে হোডিং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকতা মর্তুজা আল মুঈদ, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন চৌধুরী, চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন, সহিদুর রহমান পাটোয়ারী ও বাহাদুর বাজার চাল ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ