বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ প্রধান শিক্ষকের সাথে যোগসাজসে অবৈধভাবে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১২টার দিকে ১৮৪ নং সন্ন্যাসী মাধ্যমিক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি চাম্বল গাছ কেটে বিদ্যালয় সংলগ্ন সহকারি শিক্ষক রুবি আক্তারের বাড়ির মধ্যে রাখা হয়েছে। ওই শিক্ষিকা এদিন সকাল থেকে ৫ জন শ্রমিক লাগিয়ে গাছ কাটা শুরু করেন বলে শ্রমিক দুলাল হাওলাদার জানান। বিষয়টি বেলা ৩টার দিকে স্থানীয়দের নজরে আসলে তারা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানান।
এ বিষয়ে অভিযুক্ত সহকারি শিক্ষক রুবি আক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে, তার স্বামী মো. হাসিবুর রহমান বলেন, তার ঘরের ওপর হেলে পড়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ গাছ কাটাচ্ছেন। গাছ কাটার বিষয়ে প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, শিক্ষা কর্মকর্তাকে জানিয়ে সভা করে রেজুলেশন করার পরে দুটি গাছের কিছু ডাল কাটা হয়েছে।
অপরদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান ও সংশ্লিষ্ট ক্লাষ্টারের সহকারি শিক্ষা কর্মকর্তা অসীম সমদ্দার বলেন, বিদ্যালয় চত্বরের গাছ কাটার বিষয়ে তাদেরকে কেউ অবহিত করেনি। খবর পেয়ে গাছ কাটা বন্ধ ও কেটে ফেলা গাছের যাবতীয় ডাল, অন্যান্য অংশ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও শিক্ষা কর্মকর্তা জানান।
বিডি প্রতিদিন/এএ