নওগাঁর পত্মীতলায় স্থগিত হওয়া চার ইউনিয়ন পরিষদের ৫ কেন্দ্রের পুনঃনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দু’জন প্রার্থী জয়ী হয়েছেন।
সোমবার পুনঃনির্বাচনে পত্মীতলা ইউনিয়নে ওবায়দুল ইসলাম স্বপন (আওয়ামী লীগ বিদ্রোহী), আকবরপুর ইউনিয়নে ওবায়দুল ইসলাম চৌধুরী (নৌকা), কৃষ্ণপুর ইউনিয়নে নজরুল ইসলাম (স্বতন্ত্র) ও ঘোষনগর ইউনিয়নে আবু বক্কর সিদ্দীক (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই চার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৯ জন প্রার্থী। স্থগিত হওয়া ৫টি কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ১৬০ জন। এর মধ্যে পত্মীতলা ইউনিয়নে ইভিএম ও বাকি চার কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
স্থগিত হওয়া ভোট কেন্দ্রেগুলো হল, পত্মীতলা ইউনিয়নের মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ি ও ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকবর ইউনিয়নের মান্দাইন উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণপুর ইউনিয়নের পানিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন