গাজীপুরের কালিয়াকৈরের কৃষক আব্দুল মান্নান হত্যা মামলার প্রধান আসামি সেলিম হোসেনকে র্যাব ঢাকার যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত প্রধান আসামি সেলিম হোসেন (৩৫) মাঝুখান গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশি কৃষক আব্দুল মান্নার ওরফে মুন্নাফকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে মো. ফারুক হোসনে বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন থেকে মামলার প্রধান আসামি সেলিম হোসেন আত্নগোপনে যায়। গত রবিবার রাতে র্যাব-১ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
সোমবার বিকেলে কালিয়াকৈর থানায় সেলিম হোসেনকে সোর্পদ করা হয়। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম