টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎ অফিসের ভুলে বিনা দোষে ফের গ্রেফতার হলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র সুনীল কোচ (৩৯)। সোমবার ভোর রাতে তাকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে হাজির করে পুলিশ। তিনি উপজেলার কালমেঘা নাগেরচালা গ্রামের মোহন কোচের ছেলে। অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে ২০১৮ সালে অনীল কোচের (৪৩) পরিবর্তে তারই সহোদর সুনীল কোচের নামে একটি মামলা করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সখীপুর অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগ। ওই বছরের ২০ সেপ্টেম্বর সুনীলকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ। ওই সময় কয়েকদিন পরেই মুক্তি পান সুনীল।
এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালের মে মাসে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে উপজেলার কালমেঘা নাগেরচালা গ্রামের মোহন কোচের বড় ছেলে অনীল কোচের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই অভিযোগে বিদ্যুৎ গ্রাহক অনীলের নামে মামলা করতে গিয়ে তারই ছোট ভাই সুনীলের নাম উল্লেখ করে মামলা করে বিদ্যুৎ বিভাগ। অথচ ওই সময় সুনীলের বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগই ছিলো না। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালীপনা ও গাফিলতির কারণেই বারবার নির্দোষ সুনীলকে জেল খাটতে হচ্ছে বলে জানায় এলাকাবাসী।
সখীপুর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, সুনীলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। দিনমজুর সুনীলের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিলনা। অথচ তার নামে মামলা এবং বারবার গ্রেফতার করা হচ্ছে বিনা দোষে।
পিডিবির সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান বলেন, কাগজপত্র না দেখে এ বিষয়ে কিছুই বলা যাবে না।
বিডি প্রতিদিন/এএ