বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যাচারের মাধমে জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকার কৌশল নিয়েছে। হুমকি-ধমকী ও মিথ্যাচার করে ক্ষমতায় টিকে থাকার দিন শেষ।
সোমবার দুপুরে জামালপুরে সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, করুণ পরিণতির ভয়ে শঙ্কিত সরকার কর্মচারীদের দিয়ে বিরোধী দলকে ধমক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে অশালীন, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়াচ্ছে।
এমরান সালেহ প্রিন্স বলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন জনগণের ধমকে সরকার গদি ছাড়বে। জনগণের ট্যাক্সে যাদের বেতন হয়, তাদের ধমক জনগণ তোয়াক্কা করে না।
তিনি বলেন, আমরা জনগণ, আমরাই বাংলাদেশ। ভোট ডাকাত, দুর্নীতিবাজ, লুটেরা এবং তাদের পাহাড়াদারদের সাথে জনগণ সাথে নাই। তিনি নবনির্বাচিত নতুন নেতৃত্বেকে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আন্দোলনের মাধ্যমেই দুঃশাসনের অবসান ঘটানো হবে।
সম্মেলনে নেতৃত্ব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদর উপজেলা বিএনপির সভাপতি পদে শফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন মিলন এবং পৌর বিএনপির সভাপতি পদে লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক পদে শাহ আব্দুল্লাহ আল মাসুদ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন