ময়মনসিংহের ফুলপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন।
সোমবার (২৮ মার্চ) বিকাল ৪ টায় উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহা আলী, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউপি সচিব মো. হোসেন আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন