বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ওই অধিবেশনে সভাপতি পদে এ্যাড. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক পদে সুলতান মাহমুদ নির্বাচিত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় নবনির্বাচিত সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু। তিনি জানান, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে পাঁচজন প্রার্থী ছিলেন।
এক পর্যায়ে চারজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এ্যাড. গোলাম ফারুক সভাপতি নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক পদে সুলতান মাহমুদ, বদরুল ইসলাম পোদ্দার ববি ও শামিম ইফতেখার শামিম এই তিনজন প্রার্থীর মধ্যে সমঝোতা না হওয়ায় নির্বাচন দেওয়া হয়। নির্বাচনে কাউন্সিলররা সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪৫৪জন কাউন্সিলরের মধ্যে ৩৩৮ভোট পেয়ে সুলতান মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/এএম