জয়দেবপুর রেল ক্রসিংএ ওভার ব্রিজ নির্মাণ, গাজীপুর মহানগরের সকল সড়ক সংস্কার এবং পরিচ্ছন্ন নগর গঠনসহ ৮দফা দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের সভাপতি প্রকৌশলী সামসুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মরিয়ম পারভীন ময়না, অধ্যক্ষ হুমায়ূন কবীর, অ্যাডভোকেট আব্দুল আউয়াল, অধ্যাপক এহসানুল হক, অধ্যাপক আমিনুল ইসলাম, প্রকৌশলী প্রণব শাহা, সিরাজুদ্দৌলা, শামীম আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে জ্যামিতিকহারে স্থাপিত হয়েছে ব্যাংক, বীমা, শপিং মল, কিচেন মার্কেটসহ সহযোগী প্রতিষ্ঠানসমুহ এবং সমানতালে বাড়ছে গণপরিবহনের সংখ্যাও। এসব ঘিরে গাজীপুরের জনসংখ্যা ও আবাসন বৃদ্ধি পাচ্ছে দ্রুতগতিতে। পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্যমতে গাজীপুরের লোক সংখ্যা বৃদ্ধির হার বছরে ৭ দশমিক ৫ ভাগ, কোনাবাড়ী ও সালনা এলাকায় ১১ শতাংশেরও বেশি। যেখানে ঢাকা উত্তর, দক্ষিণ ও নারায়ণগঞ্জে জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র ৩ দশমিক ২ ভাগ।
এই বিপুল জনসংখ্যা বহনকারী এবং রাজধানীর সন্নিকটস্থ গাজীপুরের গুরুত্ব বিবেচনায় নাগরিক সুবিধা তেমন গড়ে উঠেনি। পর্যাপ্ত সরকারি জমি থাকা সত্ত্বেও নগর সুবিধার অন্যতম প্রয়োজন পার্ক, ব্যায়ামাগার, শিশু কিশোরদের খেলাধুলার ব্যবস্থা, শিল্প-সাহিত্য সংশ্লিষ্ট কোন অবকাঠামোও এখানে সরকারি পৃষ্ঠপোষকতায় নির্মাণ করা হয়নি এবং কোনো উদ্যোগও লক্ষ্য করা যায়নি। বক্তারা গাজীপুরকে পরিকল্পিত আধুনিক নগরী হিসাবে গড়ে তোলার জন্য ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন