বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মডেল গ্রাম কাউলতিয়ার ৩০ জন কৃষকের অংশগ্রহণে গবাদি প্রাণি ও হাঁস-মুরগি উৎপাদন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রোগ নিয়ন্ত্রণে উন্নত ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া ও ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপাচার্য প্রাণিজ প্রোটিনের প্রয়োজনীয়তা তুলে ধরে বাংলাদেশের মাংস রপ্তানীর উজ্জল সম্ভাবনার কথা উল্লেখ করেন।
বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. ইমরুল কায়েস উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন। সোমবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম কর্তৃক আয়োজিত এই কৃষক প্রশিক্ষণ মোট ছয়টি পর্বে সম্পন্ন হয়। ছয় পর্বের তাত্ত্বিক প্রশিক্ষণ শেষে কৃষকদের হাতেকলমে প্রশিক্ষণের মাধ্যমে একটি কৃষক প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম