বাসের পেছনের ছিটে বসে সিগারেট খাচ্ছিলেন পাঁচ বন্ধু। পাশে সাউন্ড বক্সে বাজছে গান। তাদের মধ্যে হাস্যরসের এক পর্যায়ে একজনের হাতের সিগারেটের আগুন গিয়ে পড়ে সাউন্ড বক্সের ব্যাটারির উপর। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় সেখানে। দ্রত তা ছড়িয়ে পড়ে একে একে সব ছিট জ্বলতে থাকে। এসময় বাসে থাকা সকল শিক্ষার্থী দৌড়ে নেমে পড়েন। যাত্রীরা প্রাণে বাঁচলেও পুড়ে যায় গোটা বাস। খবর পেয়ে দমকলকর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার রাত সাড়ে আটটায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুরে একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। রুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, ‘সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরের একটি স্কুলের শিক্ষার্থীরা নাটোরের একটি পার্কে শিক্ষা সফর শেষে ফেরার পথে বড়াইগ্রামের মানিকপুরে এলাকায় বিসমিল্লাহ পরিবহনের একটি বাসে আগুন লেগে যায়।’
তিনি বলেন, ‘৯৯৯ ফোনে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। ততক্ষণে বাসের ভিতরের সব পুড়ে যায়।’ সিগারেটের আগুন থেকে বাসে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।
বিডি-প্রতিদিন/শফিক