বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১৩তম দফার প্রথম পর্যায়ে ২১টি বাসে ১ হাজার ৯৬ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরের উদ্দেশে উখিয়া ছেড়েছে।
মঙ্গলবার দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে তাদের গাড়ি বহরটি চট্টগ্রামের পথে রওয়ানা দেয়। বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।
প্রতিবারের মতো এবারেও রোহিঙ্গাদের স্বেচ্ছায় ভাসানচর প্রক্রিয়ার ১৩তম দফার প্রথম পর্যায়ে বহরের সামনে ও পেছনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। তবে দ্বিতীয় পর্যায়ে আরও সহস্রাধিক রোহিঙ্গা ভাসানচর যাবে বলে নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক।
বিডি প্রতিদিন/এমআই