‘ছেওগাং নদী রক্ষা করি, সুস্থ সুন্দর আম্বাড়িয়া গড়ি’- এ শ্লোগান নিয়ে টাঙ্গাইলের মধুপুরে মির্জাবাড়ী ইউনিয়নের আম্বাড়িয়া, মোল্লাবাড়ি, দড়িহাসিল নদী রক্ষা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আম্বাড়িয়া গ্রামের আব্দুল্লাহ মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। আম্বাড়িয়া, মোল্লাবাড়ি ও দড়িহাসিল গ্রামের জনগণের প্রাণের দাবি উল্লেখ করে বংশাই নদীর অংশ ছেওগাং নদী উন্মুক্তের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আম্বাড়িয়া কৃষক সমবায় সমিতির সভাপতি গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল কাদের, আম্বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই, ইউপি সদস্য আমিনুর ইসলাম, কৃষক আব্দুল মজিদ, আক্তার হোসেন, সাবেক ইউপি সদস্য মফিজ্জল হোসেন প্রমুখ।
মানববন্ধনে আম্বাড়িয়া, মোল্লাবাড়ি ও দড়িহাসিলসহ স্থানীয় কয়েক গ্রামের বিভিন্ন পেশার শতাধিক নারী পুরুষ ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় তারা ছেওগাং জনগণের জন্য উন্মুক্তের দাবি জানিয়ে বলেন, এ গাং লিজ থেকে মুক্ত করে এলাকাবাসীর সুবিধার জন্য অজু-গোসল, গরু ধোয়ানো, পাট জাগ, মাছ ধরা, খালের স্বাভাবিক পানি প্রবাহ চালুসহ জনস্বার্থে পূর্বের ন্যায় অধিকার চান এবং দরিদ্র জেলে সম্প্রদায় এ গাং থেকে প্রাকৃতিক মাছ আহরণ করে জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টির দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর