রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় পায়েল মন্ডল (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু এবং দুইজন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় নবাবপুর ইউনিয়নের ঘোনারঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামের আকমল মন্ডলের ছেলে। আহত অপর দুজন বাহিরচর গ্রামের আক্তারের ছেলে ছাব্বির (১৫) ও একই গ্রামের শফির ছেলে আলিফ (১৫)। এরা সকলেই বহরপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পায়েলসহ অন্য দুই শিক্ষার্থী মোটরসাইকেল যোগে নবারপুর থেকে বহরপুর যাওযার সময় ঘোনারঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক পায়েলকে মৃত বলে ঘোষনা করে।
বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পায়েল মন্ডল ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে অপর দুইজনকে ভর্তি করে চিকিৎসাধীন আছে।
বিডি প্রতিদিন/এএ