মাদারীপুরে জমি লিখে দেয়ার পরও পুত্র ও পুত্রবধূর অত্যাচারের হাত থেকে রক্ষা পায়নি ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা মা। মাসে ভরণপোষনের মাত্র আড়াই হাজার টাকার চাওয়ায় দিনভর পেটানোর পর ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় ফেলে রেখে যাওয়া হয় জেলা সদর হাসপাতালের বারান্দায়।
এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ওই বৃদ্ধার অন্যান্য স্বজন ও এলাকাবাসী। বিষয়টি অমানবিক উল্লেখ করে জেলার পুলিশ সুপার জানান, দোষীদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
আজ বুধবার দুপুরে সরেজমিন ঘুরে জানা যায়, যে বয়সে সন্তান আর নাতী-নানতীদের সাথে সুখে সময় কাটানোর কথা, সেই বয়সে হাসাপাতালের বিছানায় ব্যথার যন্ত্রনায় কাতরাচ্ছেন ৬৫ বছর বয়সী সামর্থবান বিবি। কি করেননি একমাত্র সন্তান দেলোয়ার তালুকদারের জন্য। বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ছেলেকে নতুন ঘর তুলে দিয়েছেন। এছাড়া ১৪ শতাংশ জমিও লিখে দিয়েছেন ছেলের নামে। তবুও সুখ মেলেনি মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমড়াখালী গ্রামের ওই বৃদ্ধার।
স্থানীয়রা জানান, খুঁটিনাটি বিষয় নিয়ে ছেলে দেলোয়ার ও তার স্ত্রী মাকসুদা বেগম প্রায়ই মারধর করতো সার্থকবান বিবিকে। ৩ মাস আগে এলাকাবাসীর সহযোগিতায় ওই বৃদ্ধার থাকার জন্য ছোট একটি আলাদা ঘরে তুলে দেয়া হয়। ছেলে মাসে মাত্র আড়াই হাজার টাকা ভরণপোষণ দিবে সালিশি বৈঠকে এমন ব্যবস্থাও করে দেন মাতব্বররা। দুইমাস টাকা দিলেও চলতি মাসের ভরণপোষনের টাকা চাওয়াই কাল হয়ে দাঁড়ালো তার। মঙ্গলবার (৫ এপ্রিল) দিনভর ওই বৃদ্ধাকে পুত্র ও পুত্রবধূ লাঠি দিয়ে বেদম মারধর করে। পরে রক্তাক্ত অবস্থায় দিবাগত রাত ১টার দিকে জেলা সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
আহত বৃদ্ধা সমর্থবান বিবি বলেন, আমার একটাই ছেলে। ওর নামে আমার বাবার বাড়ি থেকে পাওয়া সব সম্পত্তি লিখে দিছি। এরপরও আমাকে বিভিন্ন সময় ছেলে, ছেলের বউ আর নাতিরা মারধর করে। ঠিক মত খেতেও দেয় না। কালকেও আমাকে মেরে ফেলে রেখেছে।
ওই বৃদ্ধার ভাবী মনোয়ারা বেগম বলেন, একমাত্র ছেলে ও তার বৌ এভাবে অত্যাচার করবে, এটা মেনে নেয়া যায় না। এই ঘটনার কঠিন বিচার হওয়া উচিৎ।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান বলেন, আমরা বেশ কয়েকবার সালিশি করে দিয়েছি। মাসে আড়াই হাজার টাকা দিবে দোলোয়ার। মঙ্গলবার এপ্রিল মাসের ৫ তারিখ ছিল, কিন্তু এখনো টাকা না দেওয়ায় ওই বৃদ্ধা আমাদেরও জানিয়েছিল। কিন্তু পরে জানতে পারি টাকার জন্য তাকে মারধর করেছে।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। ঘটনার পর ঘরে তালা দিয়ে পালিয়েছে অভিযুক্ত দেলোয়ার ও স্ত্রী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ